Future Tense Formula, Future Tense (ভবিষ্যত কাল), Future Tense কাকে বলে? কত প্রকার ও কি কি? Simple Future Tense



Future Indefinite Tense
[Aux-Shall/Will-Verb-Simple Present form]
ভবিষৎ কালে কোনো কাজ হবে বোঝালে Future Indefinite Tense হয়।  
যেমন - 
  1. I shall go. -------আমি যাবো। 
  2. He will come. --সে আসবে। 
মজার কথা হলো , ইংরেজিতে Future Tense এর কোনো নির্দিষ্ট Verb form  নেই। Future এর প্রতিনিধি shall /Will থাকবে ,আর Verb এর Present Form বসবে। 

Past Tense -এর Verb ব্যবহার করে কিভাবে Future Tense বোঝানো হয়।
You might have tried to do it . তুমি এটা চেষ্টা করতে পারো। অর্থাৎ চেষ্টা করা কাজটা এখনো হয়নি, ভবিষ্যতে করার কথা বলা হচ্ছে।
কিন্তু Verb  Element  টা দেখো :
might have tried .
Might হলো May এর Past Form ,
Have হলো Present Perfect -এর Auxiliary tried হলো VPP-যা  Perfect Tense-এ বসে। 
তাহলে দেখো বাক্যটা ভবিষ্যৎ কাল-এর , কিন্তু বাক্যটিতে Future Tense এর কোনো Element নেই। বস্তুত পক্ষ্যে তোমরা এমন বিচিত্র Sentece অনেক পাবে যার থেকে তোমাদের মনে এমন ধারণা হয় স্বাবাভিক যে ইংরাজিতে কোনো Future Tense-ই নেই।

যাই হোক Future Indefinite Tense-এ  Auxiliary Shall/Will বসে।
এবার shall /will  কোথায় বসে দেখো :
সাধারণ ভাবে First Person -এ shall, Second ও Third Person -এ will বসে।
I/we---------------------------------------Shall বসে 
He,she,it,they,you,Ram,who-----------Will বসে 
কিন্তু বিশেষ বিশেষ অর্থে এই নিয়ম উল্টে যাবে 
First Person -এ will, Second ও Third Person -এ shall হবে ।
যেমন :
1-I will tell you a story today.
 আজ আমি তোমাদের একটা গল্প বলবো। ------------------বক্তা মনের বাসনা বা ইচ্ছা 
2-You shall be punished.
তুমি শাস্তি পাবে। ------------------------------------------------ভীতি প্রদর্শন 
3-He shall come.
সে আসবে। ------------------------------------------------------আদেশ 
Affirmative Sentence
[S+Aux+V.present+other words]
  1. He will come hare tomorrow. --------সে আগামী কাল এখানে আসবে। 
  2. I shall help him now.-------------------আমি এখন তাকে সাহায্য করবো। 
  3. They will go to school today.---------তারা আজ স্কুলে যাবে। 
  4. I shall do it. -----------------------------আমি ইটা করবো। 
Negative Sentence 
[S+Aux+Neg+V.present+other words]
  1. He will not go to school today. ---------সে আজ স্কুলে যাবে না। 
  2. She will not sing today. -----------------সে আজ গান গাইবে না। 
  3. You will not help me. --------------------তুমি আমাকে সাহায্য করবে না। 
  4. Bapi will not come here. ----------------বাপি এখানে আসবে না।

Future Tense Formula, Future Tense (ভবিষ্যত কাল), Future Tense কাকে বলে? কত প্রকার ও কি কি? Simple Future Tense


No comments:

Post a Comment

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (11) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) Motivational speech (5) এ.পি.জে আব্দুল কালাম (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) grammar (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) Pronoun (1) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...