VOCABULARY WORD FORMATION Prefix / Suffix / er / or, Prefix/Suffix সহযোগে কীভাবে নতুন Word তৈরি করা হয়,

VOCABULARY
WORD FORMATION
Prefix / Suffix / er / or

তোমরা তোমাদের ইংরাজি পাঠ্য বইয়ের Lesson-4 এবং 14-তে এই বিষয়ে একটুখানি শুনেছ। এই Prefix/Suffix সহযোগে কীভাবে নতুন Word তৈরি করা হয় এখন তা শেখ।





নীচের Word-গুলি দেখ।

(1) Rewrite (re + write)

(2) Kindness (kind + ness)

(3) Asleep (A + sleep)

(4) Worker (Work + er)

 

প্রথম Word- মূল (Stem) Word Write-এর সঙ্গে একটা ‘Re’ অংশ তৃতীয় Word- ‘Stem'- Sleep-এর সঙ্গে একটা ‘a’ যোগ হচ্ছে। এদের Prefix বলে। Pre-মানে আগে। এই ধরনের element Word - এর আগে বসে বলে এদের Prefix বলে। Prefix যোগ করার ফলে একটি নতুন Word সৃষ্টি হয়। ‘Write’-মানে. লেখা। Rewrite একটি নতুন অর্থযুক্ত কথা, যার মানেপুনরায় লেখা” ‘Sleep' মানে ঘুমান, ‘Asleep’ মানে ঘুমন্ত।

 

তাহলে * Prefix-Word-এর আগে বসে। *Prefix বসালে একটি নতুন Word তৈরি হয় *Prefix যোগ করলে Word-এর Parts of Speech বদলে যেতে পারে।

 

দ্বিতীয় উদাহরণে ‘Kind” কথাটার সঙ্গে একটা 'ness' অংশ যোগ করে নতুন Word সৃষ্টি হয়েছে। অনুরূপভাবে চতুর্থ উদাহরণে ‘Work' কথাটার সঙ্গে একটি ‘er” যোগ করে নতুন কথা সৃষ্টি হয়েছে। Kind মানেদয়ালু’ Kindness মানেদয়া’ Work মানেকাজ করা’: ‘Worker’ মানেযে কাজ করে এই element-গুলি Word-এর পরে বসছে। এদের ‘Suffix' বলে।

 

তাহলে,

Suffix Word-এর পরে বসে।

Suffix যোগে Word-এর অর্থ বদলে যায়।

Suffix বসলে Word-এর Parts of Speech বদলে যেতে পারে।

 

সাধারণভাবে—Prefix Suffix যোগে—(a) বিপরীত শব্দ তৈরি করা যায় (opposite words) (b) Word-এর পদান্তর করা যায়। (Change of Parts of Speech)

ইংরাজিতে এমন অসংখ্য Prefix / Suffix আছে। তারমধ্যে থেকে তোমাদের জন্য প্রয়োজনীয় কয়েকটি উল্লেখ করা যাক্। এগুলি মূলত Opposite Word তৈরি করতে ব্যবহার করা হয়।

 

 

Prefix

Anti

Word

New Word

Social

Anti-Social

National

Anti-National

Party

Anti- Party

Establishment

Anti-Establishment

 

 

Counter

Attack

Counter-Attack

Revolution

Counter-Revolution

Action

Counter-Action

Offensive

Counter-Offensive

 

 

De

Frost

DeFrost

Forestation

DeForestation

Mobilize

DeMobilize

Merit

DeMerit

Formation

DeFormation

Throne

DeThrone

 

 

Dis

Agree

Disagree

Allow

Disallow

Appear

Disappear

Arm

Disarm

Connect

Disconnect

Content

Discontent

Courage

Discourage

Honest

Dishonest

Like

Dislike

Own

Disown

Please

Displease

Trust

Distrust

 

 

EN/EM

Bitter

Embitter

Danger

Endanger

Wrap

Enwrap

Kindle

Enkindle

Cash

Encash

Circle

Encircle.

Panel

Empanel

 

 

Ex (Former -প্রাক্তন)

Teacher

Ex-Teacher

President

Ex-President

Service (man)

Ex-service man

Prime Minister

Ex-Prime Minister

    


=======

Prefix

========

Anti

Word Meaning New Word Meaning

Social সামাজিক Anti-Social সমাজবিরোধী

National জাতীয় Anti-National জাতীয়তা বিরোধী।

Party দল Anti- Party দল বিরোধী

Establishmentপ্রতিষ্ঠান Anti-Establishment প্রতিষ্ঠান বিরোধী

======================================================

Counter

Attack আক্রমণ Counter-Attack প্রতি আক্রমণ

Revolutionবিপ্লব Counter-Revolution প্রতি বিপ্লব

Action কাজ Counter-Action প্রতিরোধ মূলক কাজ

Offensive আক্রমণ মূলক কাজ Counter-Offensiveপ্রতি আক্রমণ মূলক কাজ 

===========================================================

De

Frost বরফ জমা DeFrost বরফ গোলানো

Forestationবন সৃজন DeForestationবন নষ্ট করা

Mobilize জড়ো করা DeMobilize ছড়িয়ে দেওয়া

Merit গুন DeMerit দোষ

Formation গঠন DeFormationবিকৃতভাবে গঠন

Throne সিংহাসন DeThrone সিংহাসন চ্যুত করা

==================================

Dis

Agree সম্মত হওয়া Disagree অসম্মত হওয়া

Allow অনুমতি দেওয়াDisallow অনুমতি না দেওয়া।

Appear আভির্ভূত হওয়াDisappearঅদৃশ্য হওয়া

Arm অস্ত্র Disarm অস্ত্রহীন করা

Connect যোগকরা Disconnectবিচ্ছিন্ন করা।

Content তৃপ্তি Discontentঅপতৃপ্তি।

Courage সাহস Discourageনিরুৎসাহিত করা।

Honest সৎ Dishonest অসৎ।

Like পছন্দ (করা) Dislike অপছন্দ (করা)।

Own স্বীকার করা Disown অস্বীকার করা।

Please সন্তুষ্ট করা Displease অসন্তুষ্ট করা।

Trust বিশ্বাস (করা) Distrust অবিশ্বাস (করা)।

===================================================

EN/EM

Bitter তিক্ত Embitter তিক্ত করা।

Danger বিপদ Endanger বিপদগ্রস্থ করা।

Wrap জড়ান Enwrap জড়ান।

Kindle জ্বালান Enkindle জ্বালান।

Cash টাকায় পরিণত করাEncashটাকায় পরিণত করা।

Circle বৃত্তাকার Encircle. বৃত্তাকারে ঘেরা।

Panel নামের তালিকাEmpanel তালিকাভুক্ত করা।

====================================

Ex (Former -প্রাক্তন)

Teacher শিক্ষক Ex-Teacher প্রাক্তন শিক্ষক।

President সভাপতি Ex-President প্রাক্তন সভাপতি বা রাষ্ট্রপতি।

Service (man)সৈন্যবিভাগে চাকুরিরত Ex-service manপ্রাক্তন সেনা বা  সেনাবিভাগের কর্মী।

Prime Ministerপ্রধানমন্ত্রীEx-Prime Ministerপ্রাক্তন প্রধানমন্ত্রী।

================================

EXTRA

Ordinary সাধারণ       Extra Extra-ordinary অসাধারণ

Terrestrial  পার্থিব     Extra-Terrestrial  বহির্বিশ্বের

 ===========================================

FORE (অগ্রভাগ)    

Tell বলা      Foretell ভবিষ্যদ্বাণী করা।

Head মাথা      Forehead  কপাল (মাথার অগ্রভাগ)

See  দেখা    Foresee আগেই দেখতে পাওয়া

Arm বাহু    Forearm  হাতের অগ্রভাগ।

Cast   প্রচার করা     Forecast আগাম পূর্বাভাষ।

==================================================

IL

Legal  আইনসম্মত    illegal   বেআইনি।

Legible   স্পষ্ট (যা পড়া যায়)   illegible  অস্পষ্ট।

Literate   শিক্ষিত     illiterate    অশিক্ষিত।

Legitimate ন্যায্য   illegitimate   অন্যায্য।

=====================================================

IM

Possible  সম্ভব     impossible   অসম্ভব।

Patient  ধৈর্য      impatient   অধৈর্য।

Proper যথাযথ    improper  যথাযথ নয় যাহা

Perfect  নিখুঁত   imperfect  নিখুঁত নয় যাহা

Moral নৈতিক   immora   অনৈতিক।

Mortal  মরণশীল   immortal  অমর।

Pure  শুদ্ধ    impure  অশুদ্ধ।


 =====================================================================

IN

Active কর্মঠ   inactive  কর্মঠ নয় এমন।

Correct  শুদ্ধ     incorrect  অশুদ্ধ।

Sane  মানসিক সুস্থ     insane  পাগল।

Audible যা শোনা যায়    inaudible  শোনা যায় না এমন।

Decent  মার্জিত  indecent  অমার্জিত।

Sufficient  পর্যাপ্ত  insufficient  অপ্রতুল।

Credible  বিশ্বাসযোগ্য  incredible   অবিশ্বাস্য।

====================================

Inter 

Class - Interclass

National - International

School - Interschool

Caste - Intercaste

=================================================

IR

Rational - Irrational

Regular - Irregular

Responsible - Iresponsible

======================================

MAL

Practice - Malpractice

Treatment - Maltreatment

Odorous - Malodorous

Adjustment - Maladjustment

Nutrition - Malnutrition

====================================

MIS 

Behave - MisBehave

Conduct - MisConduct

Fit - MisFit 

Fortune - MisFortune

Guide - MisGuide

Report - MisReport

Spell - MisSpell

Understand - MisUnderstand

Use - MisUse

=======================================

Non

Co-operation - NonCo-operation

Payment - NonPayment

Receipt - NonReceipt

Stop - NonStop

Violence - NonViolence

Smoker - NonSmoker

================================

Post

War Period - Post War Period

Independence - Post- Independence

======================================

Pre

Test - Pretest

Wartime - Pre Wartime 

Fix - Prefix

Arrangement - PreArrangement

Caution - PreCaution

=============================

Re

Build - ReBuild

Play - RePlay

Gain - ReGain

Consider - ReConsider

=====================

Semi

Circle - SemiCircle

Final - SemiFinal

Official - SemiOfficial

=====================

Un

Able - UnAble

Happy - UnHappy

Kind - UnKind 

Important - UnImportant 

Common - UnCommon 

Known - UnKnown

Lucky - UnLucky 

Wise - UnWise 

============

Other words—Undress / unbutton/ unearth/ungrateful / unload/ unfair/unbeautiful

Juntrue.

এভাবেই Prefix দিয়ে নতুন নতুন শব্দ গঠন করবে এবং নতুন word-গুলি দিয়ে বাক্য রচনা করার অভ্যাস করবে। এছাড়া অনেক অনেক Prefix ইংরাজিতে আছে। সেগুলির কথা তোমরা বড় হলে শিখবে। এবার কয়েকটি Suffix নিয়ে আলোচনা করা যাক।


=======

Suffix

========

Less

End - Endless

Fear - Fearless

Life - Lifeless

Penny - Penniless

Aim - Aimless

Meaning - Meaningless

Hope - Hopeless

Tail - Tailless

Faith - Faithless

Law - Lawless

Effort - Effortless


+ER

Boke - Boker

Drive - Driver

Paint - Painter

Hunt - Hunter

Write - Writer

Play - Player

Sell - Seller

Buy - Buyer

See - Seer


+OR

Inspect - Inspector

Proses - Possessor

Sail - Sailor

Create - Creator


+EE

Examine - Examinee

Train - Trainee

Refuge - Refugee

Absent - Absentee


+EER

Mountain - Mountaineer

Profit - Profiteer

Auction - Auctioneer






No comments:

Post a Comment

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (11) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) Motivational speech (5) এ.পি.জে আব্দুল কালাম (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) grammar (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) Pronoun (1) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...