প্রত্যেক ভাষ্যর মতোই ইংরাজিতেও বিডির Sentence লেখার সময় কিছু চিহ্নের বাবহার করা হয়। এই উহ্নগুলির প্রয়োগকে Punctuation বলে। Punctuation ব্যবহার না করলে Sentence-এর অর্থ দুর্বোধ্য হায় যাবে। তাই এগুলির ব্যবহার শেখ। দরকার। এই চিহ্নগুলি কী কী তা নীচে দেওয়া হল।

প্রত্যেক ভাষ্যর মতোই ইংরাজিতেও বিডির Sentence লেখার সময় কিছু চিহ্নের বাবহার করা হয়। এই উহ্নগুলির প্রয়োগকে Punctuation বলে। Punctuation ব্যবহার না করলে Sentence-এর অর্থ দুর্বোধ্য হায় যাবে। তাই এগুলির ব্যবহার শেখ। দরকার। এই চিহ্নগুলি কী কী তা নীচে দেওয়া হল।




(a) Capital Letter

(b) Full stop (.)

(c) Comma(,)

(d) Semicolon (;)

(e) Colon (:)

(f) Note of Interrogation (?)

(g) Exclamation Mark (!)

(h) Inverted Comma ("")

(1) Apostrophe (')

(j)Hyphen(-)

(k) Dash (一)


(a) USE OF CAPITAL LETTER

তোমরা জান ইংরাজিতে দু'রকমের বর্ণ আছে Capital Letter (বড় হাতের অক্ষর) ও Small letter (ছোটো হাতের অক্ষর)।

কোথায় কোথায় Capital Letter বসবে তা দেখ-

(1) ইংরাজিতে প্রত্যেক Sentence-এর প্রথম অক্ষর বড় হাতের (Captial Letter) হবে এবং Sen-tence-এর বাকি Word-এর প্রথম অক্ষর small হবে। যেমন -The man is ill Birds fly in the sky

(1) Proper Noun (অর্থাৎ ব্যক্তি স্থানের নাম)-এর প্রথম অক্ষর বাক্যের মধ্যে বসলেও তা Capital-হবে। যেমন-I know Ramesh. He went to Delhi

(ii) দিনের নাম, মাসের নাম, ধর্মীয় উৎসব ইত্যাদির নামের প্রথম অক্ষর Capital Letter হবে। যেমন- Monday, March, Dol jatra, Dewali etc

(iv) ঈশ্বর বোঝাতে (দেব দেবী নয়) শব্দের প্রথম অক্ষর Capital-এ হবে, এবং ঈশ্বরের বদলে Pronoun বসলে তার প্রথম অক্ষর Capital-এ হবে। যেমন- God is good and He is every where Durga is the goddess of power

God মানে ঈশ্বর god মানে দেবতা। দেব দেবী বোঝালে 'god' এর 'g' ছোটো হাতের (Small) হবে।

The God হবে না। কিন্তু the god/godess হবে।

(v) 'T' মানে যখন আমি, তখন বাক্যের যেখানেই থাক তা বড় হাতের হবে।

You, Ram and I went there You know that I have a dog

(VI) Abbreviation (অর্থাৎ বড় কথা ছোটো করে বলা) লেখার সময় প্রত্যেকটি অক্ষর Capital-এ হবে। যেমন-SDQ/MA/MP/MLA/WHO

(vi) কখনো কখনো বাক্যের মধ্যে কোনো একটি Word-কে জোর দেবার জন্য বা অচেতন পদার্থকে মানুষ হিসাবে উপস্থালিত করার জন্য Capital-এ লেখা হয়। যেমন-

The Wind began to whisper to me. The Cloud is the daughter of Earth and Water কিছু Who has seen the wind?


(b) FULL STOP (.)

 একটি Sentence শেষ হলে সাধারণত তার শেষে Full stop() বসে। যেমন Ram is a good boy He is ill. I am happy.

 তবে Interrogative Sentence হলে জিজ্ঞাসা চিহ্ন (?) দিয়ে Sentence শেষ হতে পা যেমন- Who carne to you? Why are you crying?

Abbreviation (সংক্ষিপ্ত আকারে লেখা) লিখতে গেলে প্রত্যেক অক্ষরের পর Full Sup বসাতে হয়।

যেমন  B.D.O (Block Development Officer) P.O (Post Office)

কখনো কখনো একটি বড় Word-কে সংক্ষিপ্ত করে লেখা হয়। এরকম লিখতে গিয়ে যদি Word টির প্রথম কয়েকটি অক্ষর লেখার পর মাঝের অক্ষরগুলি বাদ দিয়ে একেবারে শেষের অক্ষরটি লেখা হয় তবে ওই শেষ অক্ষরটির পরে full stop বসাতে হয় না। যেমন- Established থেকে Estd,  Education থেকে Edn ইত্যাদি।

কিন্তু যদি শেষের অক্ষরটি না এনে মাঝখানে হঠাৎ থামিয়ে দেওয়া হয় তবে অবশ্যই full stop হবে। যেমন-Advertisement থেকে Ad Through থেকে Thro


(c) COMMA(,)

Sentence-এর মাঝখানে অল্প বিরতি দিতে সাধারণত (,) বসে।

(1) Sentence এর মধ্যে Adjective, Verb বা Noun বা অন্য কোনো Parts of speech পর পর বসলে প্রথম Word-টির পর Comma (.) (কমা) বসে। যেমন-Ram, Hari and Madhu went. Eat, drink and be merry

চারটি একই Parts of speech বসলে প্রথম দুটির পর Comuna (,) (কমা) বসবে। যেমন-Tum, Ram, Hari and Madhu went. Eat, drink, dance and be merry.

(ii) কাউকে সম্বোধন করে (অর্থাৎ ডেকে) কিছু করতে বললে যাকে ডাকা হচ্ছে তার নামের আগে (,) বসাতে হবে। যেমন- Ram, come here. Do it, Haru.


(d) SEMICOLON (;)

Comma-র থেকে একটু বেশি ঘামতে হলে, Semicolon (;) বসাতে হবে। যেমন- He has a do its name is Bagha Work hard, otherwise you will fail.


(e) COLON (:)

(১) কোনো কিছু বলার পর তালিকা পেশ করতে হলে Colon (:) বসাতে হয়। যেমন-Give me the things as listed book, pen, pencil. There are two types of deer One is horned another hornless

(ii) Newspaper Report শুরু করার আগে তারিখ ও স্থানের নামের পর Colon (:) বা Colon dash (-) বসে। Burdwan, 20 May '05 Yesterday at about


(f) NOTE OF INTERROGATION (?)

 প্রশ্ন বোধক বাক্যের শেষে Note of Interrogation (?) বসাতে হয়। যেমন-Where do you live? Are you ill? What do you want?


(g) EXCLAMATION MARK (!)

Exclamatory Sentence (অর্থাৎ যে Sentence-এ আনন্দ, দুঃখ, বিস্ময় এরকম আবেগ প্রকাশিত হয়) এর শেষে বা Interjection-এর পর Note of Exclamation (!) বসাতে হয়। যেমন- Alas! We are undone. How cruel you are!


(h) INVERTED COMMA ("")

 যে? ছাত্র-ছাত্রীরা এটিকে Invited Comma বলে মস্ত বড় ভুল করে, কথাটির অর্থ Inverted (উল্টানো) কমা (,) (") অর্থাৎ 'কমা' (.) উল্টে দিয়ে লেখা ('')।

আর একটা কথা। প্রথমে (")-এর তার পর (") অর্থাৎ আগে 6 (Six) তারপর তো 9 (Nine) এইভাবে মনে রাখবে।

(1) যাই হউক কোনো উদ্ধৃতি দিতে বা কারোর কথা হুবহু বললে Inverted Comma ব্যবহূত হয়। যেমন- He said, "I am ill". Ram said to Madhu, "Are you il?"

(2) (ii) কোনো কবিতার লাইন, গানের নাম, বই-এর নাম কারও কোনো কথা এসব লেখার সময় Inverted Comma (সাধারণত Single Comina) ব্যবহৃত হয়। যেমন-Have you read Nazrul's 'Bisher Banshi'? I have seen the film 'Pather Panchali'. The song 'Jana Gana Mana' is our National song.

আজকাল এক্ষেত্রে Underline করেও লেখা হচ্ছে। যেমন-I have heard of Rabindranath's Sesher Kabita.

Inverted Comma-কে Question Mark-ও বলা হয়। এই Question Mark নিয়ে অনেক মজার মজার ব্যাপার আছে, তোমরা বড় হলে সে সম্বন্ধে জানবে।


(i) APOSTROPHE (‘)

 (i) Word-এর মধ্যে একটি Letter উহ্য থাকলে বা Contracted form বসাতে Apostrophe (*) বসাতে হয়। যেমন- Can't Can not., Isn't Is not. 'Tis = It is.

(ii) Possessive বোঝাতে Noun-এর পর apostrophe ও 'S' যোগ করতে হয়। যেমন- Ram's book. Haru's pen, Boy's School.

লক্ষ কর: Apostrophe-কমার মতোই দেখতে কিন্তু, কমা নীচের দিকে বসে, আর Apostrophe উপরের দিকে বসে।

(iii) Singular Noun হলে Noun-এর পর (') বসে, তারপর 'S'. কিন্তু 'S' যুক্ত Plural Noun হলে 'S'-এর পর (') বসবে।

তফাৎ দেখ:-

Boy's school = একটি ছেলের স্কুল। (কোনো অর্থই হয় না)

Boys' school = ছেলেদের স্কুল।

আরও উদাহরণ দেখ: Girls' Hostel. Ladies' club.


(j) HYPHEN (-)

 ইংরাজিতে কিছু কিছু Word আছে যেগুলি দুই বা ততোধিক Word পাশাপাশি বসে হাইফেন (-) দ্বারা যুক্ত হয়। যেমন-Sister-in-law; Son-in-law; Vice-president; Mother-in-law.


(k) DASH (-) 

হাইফেন হচ্ছে ছোটো 'Dash' যা সাধারণত Word-এর ভেতরে বসে। কিন্তু Dash (一) অনের। সম্পন্ন করে। যেমন- 
(i) একটি Sentence ব'লে, আবার তার সম্পর্কে কিছু যুক্ত করতে। যেমন- 
He can't read English even at Class seven-a sad state indeed! 
(ii) একটি কথা বলতে বলতে, থেমে, হঠাৎ নতুন একটি চিন্তা যোগ করতে। যেমন- I know that the boy is not good-well you perhaps don't like to he 
(iii) কথোপকথনের সময় একটি Sentence যদি অসম্পূর্ণ থাকে বা বাধাপ্রাপ্ত হয়। যেমন 
Ram: 1 went to --
Hari: I don't want to hear you. 
(iv) Power, money, men --- all I have. 
(v) কয়েকটি Word-এর মধ্যে থামতে বা কথা বলতে দ্বিধাগ্রস্থ হলে। যেমন- One-two-three-start; I-er-want to do-it.
 মনে রেখো
 A 'Dash" separates, where as a Hyphen joins.
Punctuation শেখার দরকারটা কী?
Punctuation শেখাটা অত্যন্ত জরুরি, কারণ ঠিক ঠিক চিহ্ন না বসালে Sentence-এর কোনো অর্থায় না। বরং তুমি যা বলতে যাচ্ছো তা দুর্বোধ্য হয়ে যাবে। যেমন ধর, তুমি লিখতে চাও- 
I saw the dead man. Eating fish he suddenly fell ill and died. 
আমি মৃত ব্যক্তিটিকে দেখলাম। মাছ খেয়েই সে অসুস্থ হয়ে পড়ল এবং মারা গেল। 
তুমি যদি Punctuation গোলমাল করে এমনটি লেখ। 
I saw the dead man eating fish. He suddenly. Fell ill and. Died. তাহলে ব্যাপারটা কী দাঁড়াল? মৃত ব্যক্তিকে মাছ খেতে দেখলে? 
তাই প্রতিটি চিহ্নের প্রয়োজন আছে, একথা মনে রেখো। 

EXERCISES 
1. নীচের Sentence-এলি Punctuate কর: 
(a) ram come here. 
(b) shall i go to yours on tuesday. 
(c) my brother in law is a ba. 
(d) munu ghantu and sishya will go to burdwan in april. 
(e) are you my brothers friend. 
(f) my teacher said man is mortal 
(g) how nice the flower is. 
(h) i will tell you well not now. 
(i) have you heard the song mora ek i brinte duti phool? 
(j) sita has come here today. 
(k) rams brother has not read sarat chandras pather dabi. 
(l) always speak the truth otherwise youll be in sorrow 
(m) his sisters name is Kamini. 
(n) the sdo of our town is a very good man. 
(o) amal said will you please come with me




No comments:

Post a Comment

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (11) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) এ.পি.জে আব্দুল কালাম (6) Motivational speech (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) grammar (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) Pronoun (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...