Present Perfect Continuous Tense

Present Perfect Continuous Tense
[S +Aux -have been/has been+V+ing]
কোনো কাজ অতীত কালকে আরম্ভ হওয়ার এখনো চলছে , ভবিষ্যতেও চলতে পারে ---এরকম বোঝালে verb এর Present Perfect Continuous Tense হয়
Ex -
I have been living in this town since 1950. আমি ১৯৫০ সাল থেকে এই শহরে বাস করছি।
Affirmative Sentence 
[S+Aux+V+ing+other words+Time phrase]
Ex
1- He has been reading since morning.
2-You have been standing here for one hour.
একটু লক্ষ করলেই দেখবে Time phrase এর আগে একটা since বা for  বসেছে। 
  • কোথায় since  আর কোথায় for  বসবে ?
  • আর Time phrase ব্যাপারটা বা কি ?
নিচে দেখো 
* Time phrase মানে সময় - বাচক একটা কথা।
* Time phrase-টা Period of Time বোঝালে Time phrase এর আগে for বসবে।
* Time phrase-টা Point of Time বোঝালে Time phrase এর আগে since  বসবে
* বাংলা বাক্যে-ধরে / যাবৎ থাকলে Period of Time বোঝাবে আর Time phrase এর আগে for বসবে।
* বাংলা বাক্যে-হইতে/থেকে  থাকলে Point of Time বোঝাবে আর Time phrase এর আগে Since বসবে।
* অন্য ভাবেও ব্যাপারটা মনে রাখতে পারো।  বারের সময় (sunday,monday etc.) মাসের নাম (may ,July etc.) সাল (1930,1860 etc.) সময় (সকাল ৬টা , বিকাল ৪টা ইত্যাদি ) এমন থাকলে Point of Time বুঝবে , আর Time phrase এর আগে since  বসবে। আর তা না হলে for  বসবে।
  • Point of Time - Since
  • Period of Time - For
  1. He has been sleeping since evening . সে সন্ধ্যে থেকে ঘুমাচ্ছে। 
  2. Rambabu has been servicing in the office for ten years. রামবাবু দশ বছর ধরে এই অফিসে চাকরি করছেন। 
  3. It has been raining dawn. ভোর থেকে বৃষ্টি হচ্ছে। 
Negative Sentence 
[S+have not been/has not been+V+ing+other words+Time phrase]
1-He has not been sleeping since morning.সে সাকল থেকে  ঘুমাচ্ছে না।
2-We have not been working for an hour. আমরা এক ঘন্টা ধরে কাজ করছি না।
3-He has not been dancing since 7 P.M. সে সন্ধ্যা ৭ থেকে নাচছে না।

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (11) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) এ.পি.জে আব্দুল কালাম (6) Motivational speech (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) grammar (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) Pronoun (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...