Past Perfect Tense

Past Perfect Tense-Grammar Rules
(Aux-had+VPP)
Past Perfect Tense টা ইংরেজিতে বেশ মজার ব্যাপার। অতীত কালকে দুটি কাজ হয়েছিল ; এবং একটার আগে যার একটি কাজ হয়েছিল ---- এমন বোঝালে, যে কাজটা আগে হয়েছিল বোঝাবে তার  Verb-এর Past Perfect Tenseহবে। আর  Verb টা Had+VPP দিয়ে বলতে হবে। পরে হওয়া  কাজটার Verbটা Past Indefinite Tense-এ হবে।

Past Perfect Formula 

The formula for the past perfect tense is had + [past participle]. বিষয়টি একক বা বহুবচন কিনা তা বিবেচ্য নয়; সূত্র পরিবর্তন হয় না।

যেমন -
তুমি আসার আগে আমি ইংরেজি পড়ছিলাম 
অতীত কালকেই দুটি কাজ হয়েছিল। 
  1. তুমি এসেছিলে। You come.
  2. আমি ইংরাজী পড়ছিলাম। I read English. কিন্তু যেহেতু তুমি আসার আগে আমার ইংরাজি পড়া কাজ টা হয়েছিল বোঝাচ্ছে তাই ইংরেজিতে বলতে হবে:
=>I had read English before you come.
=>The patient had died before the doctor came.
=> We had played before the rain came.
Affirmative Sentence
[S+Aux+VPP+Other words]
  • The train had left before we reached the station,
  • He had finished the work before the train came.
  • They had played football before the train started .
Negative Sentance
[S+Aux+Neg+VPP+Other words]
  • He had not eaten rice before his father came.
  • You had not read English before he came.
  • The boy had not done anything before you came.
Interrogative Sentence
[Aux+S+VPP+Other words]
  • Had he seen the tiger before Indra came?
  • Had you heard the sound before people cried?
  • had she told you anything before she wept?

No comments:

Post a Comment

Labels

Present Tense (24) Normal English Lessons (15) মধু খাওয়ার উপকারিতা (15) Swami Vivekananda Bani in Bengali – বিবেকানন্দের অমূল্য বাণী (12) Tense (12) মনীষীদের বাণী (11) Regular English Lessons (10) জীবন বদলে দেওয়ার মতো 30 টি বাণী (10) রসুনের উপকারিতা (10) Interrogative Sentence (9) Affirmative Sentence (হাঁ -বাচক ) (8) Negative Sentence (8) পেয়ারার উপকারিতা (8) Interrogative Negative (7) ইংলিশ গ্রামার (6) এ.পি.জে আব্দুল কালাম (6) Motivational speech (5) রবীন্দ্রনাথের বাণী সমগ্র (5) 6 Idioms Starting with "Close" (4) Motivational Quotes in Bangali (4) grammar (4) 7 Idioms Starting with "Cold" (3) Adjective (3) Parts of Speech-English Grammar (ইংরেজি ব্যাকরণ) (3) আপনার জীবন পরিবর্তনকারী 46টি সেরা বাণী | 46 Life Changing Quotes In Bengali (3) Adverb (2) Noun (2) Parts of Speech: Noun (2) Sayings Starting with "Cross" and "Cry" (2) Verb (2) voice-active-voice-passive-voice (2) কম্পিউটার কীবোর্ড শর্টকাট কোড এবং টেকনিক – (keyboard shortcuts) (2) গভীর অনুপ্রেরণামূলক উক্তি: সাফল্যের পথে আলোকবর্তিকা (2) About Us (1) Figures of speech Starting with "Come" (1) Preposition (1) Pronoun (1) নেতাজী সুভাষচন্দ্র বসু বাংলা বাণী Netaji Subhash Chandra Bose Bangla Bani (1) বাংলা অনুপ্রেরণা মূলক উক্তি (1) ব্যবহার এবং অপকারিতা (1)

My Blog List

  • Positive Thoughts - * 1) ‘Dreams are not what you see in your sleep. Dreams* *That's what keeps you awake. '* *2) ‘To be as bright as the sun first* *You have to burn li...
    4 years ago

Popular Posts

Most Popular

জীবন বদলে দেবার মতো উক্তি,গুণীজনের বাণী , যা আপনার জীবনকে বদলে দিতে পারে

জীবন বদলে দেবার মতো উক্তি  জীবন ও সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক, জীবন শেখায়, সময়কে ভালোভাবে ব্যবহার করতে। আর সময় শেখায়, জীবনের মূল্য দিতে।...